
চোর, তোষণবাজ, পরিবারের পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না।
ত্রিপুরায় উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে মন্তব্য রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী -র।
রবিবার ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। প্রতিটি কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা হয় ত্রিপুরা TMC- র।
তিনটি আসনে জয়লাভ করে BJP – র প্রার্থীরা, একটিতে কংগ্রেস। তৃণমূলের এই ফলাফল নিয়ে শুভেন্দু’র কটাক্ষ, ” আমি যা বলেছিলাম তাই হয়েছে।
তোলামূল চতুর্থ হয়েছে। সবগুলো সিটে জামানত জব্দ হয়েছে। গরুর গাড়ির হেডলাইট। এই চোর, তোষণবাজ পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না। বাংলায় ছাপ্পা হয় বলে আছে।
যে দিন ছাপ্পা ভোট বন্ধ হবে থাকবে না।
রবিবার নন্দীগ্রামে প্রধামন্ত্রীর ” মন কি বাত” অনুষ্ঠানের প্রচার অনুষ্ঠানে যোগদান করেন BJP বিধায়ক শুভেন্দু অধিকারী।
সেখানেই তৃণমূলের শোচনীয় ফলাফল নিয়ে চূড়ান্ত কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।
উল্টোদিকে, আগামীকাল থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামছে বাংলার শাসকদল TMC।