ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 6 হাজার শূন্য পদে প্রার্থী নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফের 6 হাজার শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরির সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- অ্যাপ্রেন্টিস।

 

• শূন্য পদের সংখ্যা :- 6100 টি।

 

• বিভিন্ন রাজ্য অনুযায়ী শূন্যপদের বিন্যাস :- পশ্চিমবঙ্গ – 715 টি, গুজরাট – 800 টি, অন্ধপ্রদেশ – 100 টি, কর্ণাটক – 200 টি, মধ্যপ্রদেশ – 75 টি, ছত্রিশগড় – 75 টি, আন্দামান-নিকোবর – 10টি , সিকিম – 25 টি, ওড়িশা – 400 টি, হিমাচল প্রদেশ – 200 টি, হরিয়ানা – 150 টি, জম্মু-কাশ্মীর – 100 টি, চন্ডিগড় – 25 টি, লাদাখ – 10 টি, পাঞ্জাব – 365 টি, তামিলনাড়ু – 90 টি, পন্ডিচেরি – 10 টি, গোয়া – 50 টি, উত্তরাখান্ড – 125 টি, তেলেঙ্গানা – 125 টি, রাজস্থান – 650 টি, কেরালা – 75 টি, উত্তরপ্রদেশ – 875 টি, মহারাষ্ট্র – 375 টি, অরুণাচল প্রদেশ – 20 টি, আসাম – 250 টি, মনিপুর – 20 টি, মেঘালয় – 50 টি, মিজোরাম – 20 টি, নাগাল্যান্ড – 20 টি, ত্রিপুরা – 20 টি, বিহার – 50 টি, ঝাড়খন্ড – 25 টি।

 

• পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক শূন্যপদের বিন্যাস :-
পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ – 715 টি।( আলিপুরদুয়ার – 6 টি, বাঁকুড়া – 20 টি, পশ্চিম বর্ধমান – 41 টি, পূর্ব বর্ধমান – 38 টি, বীরভূম – 20 টি, কোচবিহার -15 টি, দক্ষিণ দিনাজপুর – 8 টি, দার্জিলিং – 29 টি, হুগলি – 37 টি, হাওড়া – 35 টি, জলপাইগুড়ি – 13 টি, ঝারগ্রাম – 12 টি, কালিংপং – 2 টি, কলকাতা 145 টি, মালদা – 21 টি, মুর্শিদাবাদ – 39 টি, নদিয়া – 30 টি, উত্তর 24 পরগনা – 78 টি, পশ্চিম মেদিনীপুর – 28 টি, পূর্ব মেদিনীপুর – 27 টি, পুরুলিয়া -16 টি, দক্ষিণ 24 পরগনা – 43 টি, উত্তরদিনাজপুর -12 টি)।

 

• বয়স সীমা :- 31/10/2021 হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

 

• শিক্ষাগত যোগ্যতা :- 31/10/2021 হিসেব অনুযায়ী যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে।

 

• প্রশিক্ষণের সময় সীমা :- 1 বছর।

 

• স্টাইপেন্ড :- (15000/-) প্রতিমাসে ।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

 

• আবেদনের শেষ তারিখ :- 26/07/2021

 

• আবেদন ফি :- জেনারেল / OBC/ EWS শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ 300 টাকা লাগবে, SC/ ST/ PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।

 

• নিয়োগ পদ্ধতি :- দুটি ধাপে পরীক্ষা মূল্যায়নের মাধ্যমে নিয়োগ করা হবে।

 

• অনলাইন রাইটিং টেস্ট।

 

• টেস্ট অফ দ্যা লোকাল ল্যাঙ্গুয়েজ।

 

• পরীক্ষার পূর্ণমান 100, সময়সীমা 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং 0.25 , অনলাইনে পরীক্ষা সংঘটিত হবে 2021 সালের আগস্ট মাসের মধ্যে।

 

• পরীক্ষার কেন্দ্র :- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র গুলি রয়েছে, যেমন – আসানসোল, দুর্গাপুর, হুগলি, কলকাতা , কল্যাণী ,শিলিগুড়ি।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.sbi.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

2 Comments

  1. Hii

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...