ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরীর জন্য আবেদন করুন, আবেদনের শেষ তারিখ-13/01/2022

State Bank of India (SBI) এর তরফ থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে –
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
যোগ্যতা বয়স বেতন সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

 

১/ পদের নাম :- চিফ ম্যানেজার (Company Secretary)।

• শূন্য পদের সংখ্যা :- 2 টি।

• বেতন :- ( 25000 — 80000 /-) প্রতি মাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Post Graduate/Master Degree, CA/ ICAI/ CS

 

২/ পদের নাম :- ম্যানেজার (SME Products)।

• শূন্য পদের সংখ্যা :- 6 টি।

• বেতন :- ( 25000 — 80000 /-) প্রতি মাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Post Graduate/Master Degree, CA/ ICAI/ CS

 

৩/ পদের নাম :- ডে ম্যানেজার (Chartered Accountant)।

• শূন্য পদের সংখ্যা :- 7 টি।

• বেতন :- ( 25000 — 80000 /-) প্রতি মাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Post Graduate/Master Degree, CA/ ICAI/ CS

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের শর্ট লিস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদনের শেষ তারিখ :- 13/01/2022

বয়স সীমা ,যোগ্যতা ওচাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.sbi.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...