
State Bank of India (SBI) এর তরফ থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে –
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
যোগ্যতা বয়স বেতন সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল।
১/ পদের নাম :- চিফ ম্যানেজার (Company Secretary)।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- ( 25000 — 80000 /-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Post Graduate/Master Degree, CA/ ICAI/ CS
২/ পদের নাম :- ম্যানেজার (SME Products)।
• শূন্য পদের সংখ্যা :- 6 টি।
• বেতন :- ( 25000 — 80000 /-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Post Graduate/Master Degree, CA/ ICAI/ CS
৩/ পদের নাম :- ডে ম্যানেজার (Chartered Accountant)।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
• বেতন :- ( 25000 — 80000 /-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Post Graduate/Master Degree, CA/ ICAI/ CS
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের শর্ট লিস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• আবেদনের শেষ তারিখ :- 13/01/2022
বয়স সীমা ,যোগ্যতা ওচাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.sbi.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply