ব্যাঙ্কে চাকরী

স্টেট বাঙ্কে চাকরী,আবেদনের শেষ তারিখ- ১৮/১০/২০২১

State Bank of India (SBI) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল -15, 16 and 17 of CRPD/SCO/2021-22, ।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৬০৬ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

 

পোস্টের নাম :- SPECIALIST CADRE OFFICERS:
১. Manager (Marketing)- শূন্য পদ ১২ টি
২. Deputy Manager (Marketing): শূন্য পদ ২৬ টি
৩. Executive:শূন্য পদ ০১ টি
৪. Relationship Manager:শূন্য পদ ৩১৪ টি
৫. Relationship Manager (Team Lead):শূন্য পদ ২০ টি
৬. Customer Relationship Executive: শূন্য পদ ২১৭ টি
৭. Investment Officer: শূন্য পদ ১২ টি
৮. Central Research Team (Product Lead): শূন্য পদ ০২ টি
৯. Central Research Team (Support):শূন্য পদ ০২ টি

 

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৬০৬ টি

 

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Graduate/ Post Graduate with relevant experiences
আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া PDF ফাইল ডাউনলোড করুন

 

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -২৮/০৯/২০২১
আবেদন শেষ – ১৮/১০/২০২১

 

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-https://www.sbi.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...