কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর লোক নিয়োগ করবে

স্টাফ সিলেকশন কমিশন (SSC) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে । নিয়োগ হবে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। আগামী ২১ ডিসেম্বর থেকে আপনি আবেদন করতে পারবেন ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- ১.অ্যাসিসট্যান্ট অডিট অফিসার
২.স্ট্যাটিসটিকাল ইনভেস্টিগেটর গ্রেড ২
৩.জুনিয়র স্ট্যাটিসটিকাল অফিসার
৪. আরও অন্যান্য পদ ও থাকবে

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-
অ্যাসিসট্যান্ট অডিট অফিসারের জন্য – ১.যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
২. CA/CS/MBA/কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/ M.Com/ বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর।

স্ট্যাটিসটিকাল ইনভেস্টিগেটর গ্রেড ২ পদের জন্য –
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিক্স নিয়ে স্নাতক। প্রার্থীকে অতি অবশ্যই স্নাতক স্তরে তিন বছর স্ট্যাটিসটিক্স নিয়ে পড়তে হবে।

জুনিয়র স্ট্যাটিসটিকাল অফিসার পদের জন্য-
দ্বাদশ শ্রেণিতে গণিতে ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা একটি বিষয় হিসেবে স্ট্যাটিসটিক্স-সহ যে কোনও বিষয়ে স্নাতক।

অন্যান্য পদের জন্য – যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। স্নাতক স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়া পড়ুয়ারা ও আবেদন করতে পারবেন।

 

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *