কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশন কমিশনে লোক নিয়োগ

Constable (GD) in Central Armed Police Forces (CAPFs) and Assam Riflesএর তরফ থেকে 25271 শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- কনস্টেবল (GENERAL DUTY)

 

• শূন্য পদের সংখ্যা :- BSF – 7545 টি। (পুরুষ – 6413 , মহিলা – 1132)
CISF – 8464 টি। (পুরুষ-7610 , মহিলা -854)
SSB – 3806 (শুধুমাত্র পুরুষ প্রার্থীদের)
ITBP – 1431 টি ( পুরুষ -1216 , মহিলা -215)
SSF – 240 টি (পুরুষ -194 , মহিলা -46)।

 

২/ পদের নাম :- রাইফেলমেন (GENERAL DUTY)

 

• শূন্য পদের সংখ্যা :- আসাম রাইফেলস – 3785 টি। (পুরুষ -3185 , মহিলা -600)

 

• বেতন :- (20000 — 90000 /-) প্রতিমাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- The candidates must have passed Matriculation or 10th Class Examination from a recognized Board/ University

 

• বয়স সীমা :- 01/08/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 23 এর মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 17/07/2021 – 31/08/2021

 

• আবেদন ফি :- আবেদন ফি বাবদ 100 টাকা লাগবে। SC,ST এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের কম্পিউটার বেস্ট পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার টেস্ট, মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – https://ssc.nic.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *