
25271 টি শুন্য পদে কনস্টেবল প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/পদের নাম :- BSF
• শূন্য পদের সংখ্যা :- পুরুষ 6413 টি এবং মহিলা 1132 টি ।
২/ পদের নাম :- CISF
• শূন্য পদের সংখ্যা :- পুরুষ 7610 টি এবং মহিলা 854 টি ।
৩/ পদের নাম :- SSB
• শূন্য পদের সংখ্যা :- পুরুষ 3806 টি ।
৪/ পদের নাম :- ITBP
• শূন্য পদের সংখ্যা :- পুরুষ 1216 টি এবং মহিলা 215 টি ।
৫/ পদের নাম :- AR
• শূন্য পদের সংখ্যা :- পুরুষ 3185 টি এবং মহিলা 600 টি ।
৬/ পদের নাম :- SSF ।
• শূন্য পদের সংখ্যা :- পুরুষ 198 টি এবং মহিলা 46 টি ।
• বেতন :- (২১৭০০ – ৬৯১০০/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস।
• বয়স সীমা :- ০২/০৮/১৯৯৮ – ০১/০৮/২০০৩ এর সময় অনুসারে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
• শারীরিক যোগ্যতা :- উচ্চতা – পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 170 সেমি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 157 সেমি হতে হবে।ছাতি – পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি 80 সেমি হতে হবে এবং 5 সেমি প্রসারণ এর ক্ষমতা রাখতে হবে।এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি যথাক্রমে 76 ও 78 সেমি হতে হবে সেইসঙ্গে 5 সেমি সম্প্রসারনের ক্ষমতা থাকতে হবে।
• ফিজিক্যাল টেস্ট – লাদাখ বাদে অন্যান্য জায়গার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 8 মিনিটে 1. 6 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। এবং লাদাখ অঞ্চলে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 6 মিনিটে 1. 6 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 4 মিনিটে 800 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে।
• নিয়োগ পদ্ধতি :- প্রার্থী নিয়োগ করা হবে পরীক্ষার ভিত্তিতে। সম্পূর্ণ পরীক্ষা হবে অনলাইন মাধ্যমে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর, একটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে।
• নম্বর বিভাজন – *জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর নম্বর হলো – 25
*জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এর নম্বর হলো – 25
*এলিমেন্টারি ম্যাথমেটিক্স এর নম্বর হলো – 25
*ইংলিশ/ হিন্দি নম্বর হলো – 25
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ – ৩১/০৮/২০২১
• আবেদন ফি :- আবেদন ফি বাবদ 100 টাকা লাগবে। তবে মহিলা SC,ST,ESM প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://ssc.nic.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply
shahinur735122@gmail.com