পশ্চিমবঙ্গের চাকরী

রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজে নার্স নিয়োগ করা হবে

রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর পক্ষ থেকে ইতিমধ্যে 30 জন নার্স নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর পক্ষ থেকে জানা যায় যে 30 জন নার্স নিয়োগ করা হবে তা সম্পূর্ণ চুক্তিভিত্তিক। এবং তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে চাকরির সময়কাল বাড়ানো হবে।আবেদনের বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো :-

 

পদের নাম :- স্টাফ নার্স (staff nurse)

মোট শূন্যপদ সংখ্যা :- 30 টি।

বেতন :- (17200 /-) প্রতিমাসে।

যোগ্যতা :- GNM or B .SC nursing course. mast bhi registered under WB Nursing council and should have proficiency in local language.

বয়স সীমা :- কমপক্ষে 40 বছর বয়স হতে হবে ।

আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি সহ ডাইরেক্টলি আবেদন করতে পারবেন ।

নিয়োগ পদ্ধতি :- উপযুক্ত ও যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ ডেট :- ১৮.০৫.২০২১ এবং ১৯.০৫.২০২১

ইন্টারভিউর স্থান :- lt-1 Raigang govt. College and hospital , Raigang

ইন্টারভিউয়ের সময় :- 11 am to 3 pm

আরও বিস্তারিত তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন

-https://www.wbhealth.gov.in

নিচের  PDF ফাইল টা ডাউনলোড করুন – PDF FILE

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...