
রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর পক্ষ থেকে ইতিমধ্যে 30 জন নার্স নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর পক্ষ থেকে জানা যায় যে 30 জন নার্স নিয়োগ করা হবে তা সম্পূর্ণ চুক্তিভিত্তিক। এবং তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে চাকরির সময়কাল বাড়ানো হবে।আবেদনের বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো :-
পদের নাম :- স্টাফ নার্স (staff nurse)
মোট শূন্যপদ সংখ্যা :- 30 টি।
বেতন :- (17200 /-) প্রতিমাসে।
যোগ্যতা :- GNM or B .SC nursing course. mast bhi registered under WB Nursing council and should have proficiency in local language.
বয়স সীমা :- কমপক্ষে 40 বছর বয়স হতে হবে ।
আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি সহ ডাইরেক্টলি আবেদন করতে পারবেন ।
নিয়োগ পদ্ধতি :- উপযুক্ত ও যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ ডেট :- ১৮.০৫.২০২১ এবং ১৯.০৫.২০২১
ইন্টারভিউর স্থান :- lt-1 Raigang govt. College and hospital , Raigang
ইন্টারভিউয়ের সময় :- 11 am to 3 pm
আরও বিস্তারিত তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন
-https://www.wbhealth.gov.in
নিচের PDF ফাইল টা ডাউনলোড করুন – PDF FILE