পুলিশ / সেনা চাকরী

৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।

http://Govtjob99.com :- এবার করোনা  আবহে সরকারি চাকরির বিবৃতি যেন বাড়তি মনোবল যোগান দেয়।বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিবৃতির জন্য অপেক্ষারত চাকরি প্রাথীরা সৌজন্যে স্টাফ সিলেকশন কমিশন ৷
উল্লিখিত পদে পরীক্ষার মাধ্যমে দিল্লি পুলিশ (Delhi Police), কেন্দ্রীয় সশস্ত্রবাহিনী (CAPF), কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA), এসএসএফ (SSF) ও অসম রাইফেলে মত বিভিন্ন সরকারি সংস্থায় লোক নিয়োগ করা হবে ৷

 

জানা যায়, নির্ধারিত এসএসসির (SSC Or Staff Selection Commission) সূচি অনুযায়ী ২৫ মার্চ ২০২১পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১০ মে ২০২১, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউতে সমস্ত কিছু চাকরি প্রার্থীদের আশা তছনছ করে দিয়েছে ৷

 

জিডি কনস্টেবল (GD Constable) পদে পরীক্ষায় বসতে গেলে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম মাণ উত্তীর্ণ হওয়াটা বাঞ্ছনীয় বলে উল্লেখ করা হয়েছে ৷ চাকরি প্রার্থীদের বয় হতে হবে ১৮ থেকে ২৩ বছর ৷
এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষার ধাঁচটি এক নজরে, মোট পরীক্ষা ১০০ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স, সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি অথবা হিন্দি ২৫-২৫ নম্বরের জিজ্ঞাসা করা হয়ে থাকে ৷

 

পরীক্ষার মোট সময় থাকবে ১.৫ ঘণ্টা ৷ বিশেষ ভাবে সক্ষম ও প্রাক্তন কর্মীদের কাট অফ ৩৫ শতাংশ, তপশিলি জাতি উপজাতির ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের জন্য সেটি ৩৩ শতাংশ, সিবিটি পরীক্ষা সম্ভবত ২ অগাস্ট ২০২১ সালে হবে বলে এখনো পর্যন্ত জানানো হয় ৷

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...