
মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন পাবেন।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• প্রশিক্ষণের নাম :- অ্যাপ্রেন্টিশিপ।
• প্রশিক্ষণের সময় সীমা :- 1 বছর।
• পদের নাম ও শূন্য পদের সংখ্যা :-
১/ COPA – 90 টি।
২/ স্টেনোগ্রাফার (ইংরেজি) – 15 টি।
৩/ স্টেনোগ্রাফার (হিন্দি) – 15 টি।
৪/ ফিটার – 125 টি।
৫/ ইলেকট্রিশিয়ান – 40 টি।
৬/ ওয়্যার ম্যান – 25 টি।
৭/ ইলেকট্রনিক মেকানিক – 6 টি।
৮/ RAC মেকানিক – 15 টি।
৯/ ওয়েল্ডার – 20 টি।
১০/ প্লাম্বার – 4 টি।
১১/ পেইন্টার – 10 টি।
১২/ কার্পেন্টার – 13 টি।
১৩/ Machinist – 5 টি।
১৪/ Turner – 5 টি।
১৫/ সিট মেটাল ওয়ার্কার – 5 টি।
১৬/ Draught men/ সিভিল – 4 টি।
১৭/ গ্যাস কাটার – 20 টি।
১৮/ ড্রেসার – 2 টি।
১৯/ মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ান প্যাথলজি – 2 টি।
২০/ মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ান কার্ডিওলজি – 2 টি।
২১/ মেকানিক মেডিকেল ইকুইপমেন্ট ফর হসপিটাল এন্ড অকুপেশনাল হেলথ সেন্টার – 1 টি।
২২/ ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান – 2 টি।
২৩/ ফিজিওথেরাপি টেকনিশিয়ান – 2 টি।
২৪/ হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান – 1 টি।
২৫/ রেডিওলজি টেকনিশিয়ান – 2 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস এবং সেই সাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে।
• স্টাইপেন্ড :- শিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবে।
• বয়স সীমা :- 01/07/2021 এর সময় অনুসারে প্রার্থীর বয়স 15 থেকে 24 এর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 10/10/2021
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://secr.indianrailways.gov.in/
এখানে সরাসরি আবেদন করুন – Apply