
হাওড়ার একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। আগামী তিনদিন এই পরিস্থিতি বজায় থাকবে, জানিয়েছেন হাওড়ার জেলাশাসক। BJP-র প্রাক্তন জাতীয় মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার হাওড়া জেলাজুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অশান্তি ঠেকাতে উদ্যোগী প্রশাসন। রাজ্য সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডোমজুড়, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া, মনসাতলা, চেঙ্গাইল, নিমদীঘি, গঙ্গারামপুর, বাজারপাড়া, ফুলেশ্বর, রাজাপুর, কুর্চি শিবপুর,খালাতপুর, গড় ভবানীপুর, উদয়নারায়ণপুর, বাগনান এলাকার বেশ কিছু জায়গা সহ আরও কিছু অঞ্চলে ১৪৪ ধারা লাগু হয়েছে।
সবকটি এলাকায় পুলিশি টহলদারি চলছে। কারও বিরুদ্ধে অশান্তি ছড়ানোর বা প্ররোচনা দেওয়ার প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।