
SBI Clerk Recruitment 2021: করোনার জেরে পিছিয়ে গেল প্রিলিমিনারি পরীক্ষা
http://Govtjob99.com :- করোনাভাইরাসের ধাক্কায় পিছিয়ে গেল আবারো আরও একটি পরীক্ষা। এবার ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েট) পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)।
সংক্ষিপ্ত বিবৃতি অনুযায়ী জানা যায়,সোমবার (৩১ মে) গোটা দেশে ‘করোনাভাইরাস মহামারীর পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। যে পরীক্ষা আগামী জুনে হওয়ার কথা ছিলতা অনিদিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হল।’ সূত্রের খবর অনুযায়ী, করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা আয়োজনের বিষয়টি খতিয়ে দেখা যাবে বলে জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। তারপর সেই মোতাবেক প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছে। যে পরীক্ষা অনলাইনে হয়। ১০০ নম্বরের পরীক্ষায় থাকে অঙ্ক, রিজনিং এবং ইংরেজি। সময় বরাদ্দ থাকে এক ঘণ্টা।
এমনিতে এবার ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েট) নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা ছিল৫,২৩৭ টি। এই শূন্যস্থান গুলিতে নিয়োগের জন্য গত ২৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছিল। যা সদ্য কিছুদিন আগে শেষ হয়েছে। এবং জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। তবে এই মুহূর্তে মেন পরীক্ষার দিনক্ষণের বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কোনও মন্তব্য করা হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। এই মুহূর্তে তা নিয়ে কোনরকম মুখ খোলেনি এস বি আই কর্মকর্তারা।