Uncategorized

ক্লার্ক পদে প্রচুর নিয়োগ, আবেদনের শেষ তারিখ – ১৭/০৫/২০২১

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ক্লার্ক পদের জন্য কর্মী নিয়োগ করার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২১ নিয়োগের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক কর্তৃক মোট ৫৩২৭ টি ক্লারিকাল পদ ইস্যু করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- JUNIOR ASSOCIATE (CUSTOMER SUPPORT & SALES)

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৫২৩৭ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Graduation in any discipline from a recognised University.

Candidates can apply for vacancies in one State only.

The candidates applying for vacancies of a particular State, should be proficient (reading, writing, speaking and understanding) in the specified opted local language of that State/UT/Special area.

 

বয়সসীমা:- ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০৪/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :– বেতন প্রতি মাসে ১৭৯০০ টাকা থেকে ৪৭৯২০ টাকা প্রতি মাসে

 

আবেদন ফি :- ৭৫০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী লাগবে না।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -২৭/০৪/২০২১
আবেদন শেষ – ১৭/০৫/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.sbi.co.in/careers
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

3 Comments

  1. Jayanta Mandal Berubari Jalpaiguri West Bengal 735132

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে – জানা যাচ্ছে মোট ...