
স্বাস্থ্য সাথী প্রকল্পে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- ডিসটিক কো-অর্ডিনেটর – IT
• বেতন :- (২৮৬৬২/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :-কম্পিউটার সায়েন্স / MSC/MCA নিয়ে স্নাতকোত্তর হতে হবে। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।
• বয়স সীমা :- ০১/০১/২০২১ এ সময় অনুযায়ী প্রার্থীকে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে ।
• আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্ট সহ অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।আবেদন করবার ওয়েবসাইট নিচে দেওয়া হল ।
• নিয়োগ পদ্ধতি :- 70 নম্বরের লিখিত পরীক্ষা 25 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 5 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে , পার্থী দের নিয়োগ করা হবে। সমস্ত প্রশ্ন হবে MCQ ।
• আবেদনের শেষ তারিখ :- ১৬/০৬/২০২১ বিকেল ৫ টার মধ্যে আবেদন করতে পারবেন ।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website)- http://www.hooghly.nic.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply
bharatmandi512@gamil.com
bribhum, labpur, harananda pur
skmahiuddin17@gmail.com
Sanjusimla20@gmail.com
Very nice