
Sashastra Seema Bal (SSB) বেশ কিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।বিজ্ঞপ্তি নাম্বার হল :- 338/RC/SSB/Combined Advt./ Sub-Inspectors/2020।
কি কি পদ আছে শিক্ষাগত যোগ্যতা বেতন সম্বন্ধীয় সমস্ত তথ্য নিচে দেওয়া হল :-
১.পদের নাম :- সাব ইন্সপেক্টর (SUB INSPECTOR (PIONEER))
শূন্য পদের সংখ্যা :- 18 টি ।
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- Degree/ Diploma in Civil Engineering.
বয়স সীমা :- কমপক্ষে 30 বছর বয়স হতে হবে ।
২.পদের নাম :- সাব ইন্সপেক্টর (SUB INSPECTOR (DRAUGHTSMAN))
শূন্য পদের সংখ্যা :- 3 টি ।
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- Matriculation and ITI trade certification or equivalent. One year certificate course or experience in AUTOCAD. One year experience in Draughtsmanship is desirable.
বয়স সীমা :- কমপক্ষে 18 থেকে 30 বছর বয়স হতে হবে ।
৩.পদের নাম :- সাব ইন্সপেক্টর- স্টাফ নার্স (SUB INSPECTOR (staff nurse ))
শূন্য পদের সংখ্যা :- 56 টি
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- 10+2 in Science and 3 years Diploma in General Nursing and must be registered with Central or State Nursing Council. 02 years experience in a recognised Hospital
বয়স সীমা :- কমপক্ষে 21 থেকে 30 বছর বয়স হতে হবে ।
৪.পদের নাম :- সাব ইন্সপেক্টর – কমিউনিকেশন (SUB INSPECTOR (COMMUNICATION))
শূন্য পদের সংখ্যা : 39 টি।
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- Degree in Electronics and Communication or Computer Science or IT Engineering or Science with Physics, Chemistry and Mathematics
বয়স সীমা :- কমপক্ষে 30 বছর বয়স হতে হবে ।
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরাঅনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদন ফি :- অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ 200 টাকা লাগবে।
• আবেদনের শেষ তারিখ :- 16/08/2021
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – http://www.ssbrectt.gov.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply