পুলিশ / সেনা চাকরী

সশস্ত্র সেনা বলে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

Sashastra Seema Bal (SSB) বেশ কিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।বিজ্ঞপ্তি নাম্বার হল :- 338/RC/SSB/Combined Advt./ Sub-Inspectors/2020।
কি কি পদ আছে শিক্ষাগত যোগ্যতা বেতন সম্বন্ধীয় সমস্ত তথ্য নিচে দেওয়া হল :-

 

১.পদের নাম :- সাব ইন্সপেক্টর (SUB INSPECTOR (PIONEER))
শূন্য পদের সংখ্যা :- 18 টি ।
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- Degree/ Diploma in Civil Engineering.
বয়স সীমা :- কমপক্ষে 30 বছর বয়স হতে হবে ।

 

২.পদের নাম :- সাব ইন্সপেক্টর (SUB INSPECTOR (DRAUGHTSMAN))
শূন্য পদের সংখ্যা :- 3 টি ।
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- Matriculation and ITI trade certification or equivalent. One year certificate course or experience in AUTOCAD. One year experience in Draughtsmanship is desirable.
বয়স সীমা :- কমপক্ষে 18 থেকে 30 বছর বয়স হতে হবে ।

 

৩.পদের নাম :- সাব ইন্সপেক্টর- স্টাফ নার্স (SUB INSPECTOR (staff nurse ))
শূন্য পদের সংখ্যা :- 56 টি
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- 10+2 in Science and 3 years Diploma in General Nursing and must be registered with Central or State Nursing Council. 02 years experience in a recognised Hospital
বয়স সীমা :- কমপক্ষে 21 থেকে 30 বছর বয়স হতে হবে ।

 

৪.পদের নাম :- সাব ইন্সপেক্টর – কমিউনিকেশন (SUB INSPECTOR (COMMUNICATION))
শূন্য পদের সংখ্যা : 39 টি।
বেতন :- (20000 — 45000 /- ) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- Degree in Electronics and Communication or Computer Science or IT Engineering or Science with Physics, Chemistry and Mathematics
বয়স সীমা :- কমপক্ষে 30 বছর বয়স হতে হবে ।

 

 

• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরাঅনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদন ফি :- অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ 200 টাকা লাগবে।

 

• আবেদনের শেষ তারিখ :- 16/08/2021

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – http://www.ssbrectt.gov.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...