
গভারমেন্ট ডেভেলপমেন্ট ব্লক-ময়ূরেশ্বর -২ উন্নয়ন ব্লক, বীরভূম এর পক্ষ থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।বীরভূমের ময়ূরেশ্বর -২ বিকাশ ব্লকের আওতাধীন কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে MGNREGS এর অধীনে 01 বছরের জন্য নিখুঁতভাবে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী ভিত্তিতে এই পদে নির্বাচন করা হবে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
আবেদনের জন্য জরুরী বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –
• পদের নাম :-গ্রাম রোজগার সহায়ক ( Gram rojgar sahayak).
• শূন্য পদের সংখ্যা : – ১ টি
• বেতন : – (8000 – 15000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- 10 + 2 science stream with 55% marks and 6 month computer course with knowledge MS Excel.
the candidate must be resident and voter of the concerned Gram Panchayat.
• বয়স সীমা :- বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা যারা আবেদন করতে চান তারা নিচে দেওয়া ঠিকানাতে তাদের আবেদন পত্র
পোস্টের মাধ্যেমে পাঠাতে পারেন ।
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত হবে।
• ইন্টারভিউ ঠিকানা :- The Programme Officer, (MGNREGS) & Block Development Officer, Office of the Block Development Officer, Mayureswar-II Development Block, Kotasur, Birbhum .
• ইন্টারভিউর তারিখ :- 31/ 05/ 2021 .
অফিশিয়াল ওয়েবসাইট (official website)-http://www.birbhum.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply