
Repco Bank এর পক্ষ থেকে মোট 10টি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ম্যানেজার (CA)।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 40 বছর হতে হবে।
২/পদের নাম :- ম্যানেজার (Legal)।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 40 বছর হতে হবে।
৩/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(Legal)।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে।
৪/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (IT Hardware) ।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে।
৫/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ITSoftware)
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্ট সহ নির্দিষ্ট স্থানে গিয়ে আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 12/07/2021
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• আবেদনের ঠিকানা :- The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017 ।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.repcobank.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply
khadimulislam7163@gmail.com