ব্যাঙ্কে চাকরী

Repco Bank বাঙ্কে লোক নিয়োগ, আবেদনের শেষ তারিখ-১২/০৭/২০২১

Repco Bank এর পক্ষ থেকে মোট 10টি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- ম্যানেজার (CA)।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 40 বছর হতে হবে।

 

২/পদের নাম :- ম্যানেজার (Legal)।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 40 বছর হতে হবে।

 

৩/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(Legal)।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে।

 

৪/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (IT Hardware) ।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে।

 

৫/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ITSoftware)
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
• বেতন :- (35000 — 70000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 31/05/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর হতে হবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্ট সহ নির্দিষ্ট স্থানে গিয়ে আবেদন করতে পারবে।

 

• আবেদনের শেষ তারিখ :- 12/07/2021

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

• আবেদনের ঠিকানা :- The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017 ।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.repcobank.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...