পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা মিউনিসিপল কর্পোারেশনে লোক নিয়োগ,আবেদনের শেষ তারিখ-৩০/০৭/২০২১

Kolkata Municipal Corporation- Recruitment of Medical Officer and Para Medical Staff এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – KDTCS/ Office/89/21
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- মেডিকেল অফিসার।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।

 

২/ পদের নাম :- ট্রিটমেন্ট সুপারভাইসর।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।

 

৩/ পদের নাম :- টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার।
• শূন্য পদের সংখ্যা :- 4 টি।

 

৪/ পদের নাম :- ল্যাবরেটরী টিচনিশিয়ান।
• শূন্য পদের সংখ্যা :- 6 টি।

 

৫/ পদের নাম :- টিউবারকুলোসিস হেলথ ভিসিটর।
• শূন্য পদের সংখ্যা :- 4 টি।

 

৬/ পদের নাম :- ডিস্ট্রিক্ট PPM কোর্ডিনেটর ।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

 

• বেতন :- (18000 — 60000/-) প্রতিমাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- Higher Secondary/Class-12, MBBS/ Medical Degree

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে, আবেদনের প্রিন্ট আউট বের করে সেই সাথে প্রয়োজনীয় নথির জেরক্স কপি সংযুক্ত করে একটি খামে ভরে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইলের মাধ্যমেও পাঠাতে পারেন।

 

• আবেদনের শেষ তারিখ :- 30/07/2021

 

• আবেদনের ঠিকানা :- Office of the CTO, Tangra Chest Clinic, 15 Gobindo Khatick Road, Kolkata- 46,
• ইমেল আইডি :- recruitment.kdtcs@gmail.com

 

• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(official website) – https://www.kmcgov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

2 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...