
Kolkata Municipal Corporation- Recruitment of Medical Officer and Para Medical Staff এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – KDTCS/ Office/89/21
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- মেডিকেল অফিসার।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
২/ পদের নাম :- ট্রিটমেন্ট সুপারভাইসর।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
৩/ পদের নাম :- টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার।
• শূন্য পদের সংখ্যা :- 4 টি।
৪/ পদের নাম :- ল্যাবরেটরী টিচনিশিয়ান।
• শূন্য পদের সংখ্যা :- 6 টি।
৫/ পদের নাম :- টিউবারকুলোসিস হেলথ ভিসিটর।
• শূন্য পদের সংখ্যা :- 4 টি।
৬/ পদের নাম :- ডিস্ট্রিক্ট PPM কোর্ডিনেটর ।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (18000 — 60000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Higher Secondary/Class-12, MBBS/ Medical Degree
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে, আবেদনের প্রিন্ট আউট বের করে সেই সাথে প্রয়োজনীয় নথির জেরক্স কপি সংযুক্ত করে একটি খামে ভরে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইলের মাধ্যমেও পাঠাতে পারেন।
• আবেদনের শেষ তারিখ :- 30/07/2021
• আবেদনের ঠিকানা :- Office of the CTO, Tangra Chest Clinic, 15 Gobindo Khatick Road, Kolkata- 46,
• ইমেল আইডি :- recruitment.kdtcs@gmail.com
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(official website) – https://www.kmcgov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
govtjob99.com
govtjob99.com