
মাধ্যমিক পাশে আয়কর দপ্তরে প্রার্থীর নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/পদের নাম :- ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স।
• শূন্য পদের সংখ্যা :- 8 টি।
• বেতন :- (44,900 – 1,42,400/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন শাখায় স্নাতক হতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
২/ পদের নাম :- ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 83 টি।
• বেতন :- (25,500 – 81,100/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন শাখায় স্নাতক হতে হবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে প্রতি ঘন্টায় 4000 শব্দ তোলার গতি থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
৩/ পদের নাম :- মাল্টিটাস্কিং স্টাফ।
• শূন্য পদের সংখ্যা :- 64 টি।
• বেতন :- (18,000 – 56,900/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 25/08/2021
• কোন কোন খেলা গৃহীত হবে :- নিম্নলিখিত খেলা গুলিতে রাজ্যস্তরে ,জাতীয় স্তর, কিংবা আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করতে হবে। সুইমিং, অ্যাথলেটিকস ,স্কোয়াশ, বিলিয়ার্ডস, চেস ,ক্যারাম ,ব্রিজ, ব্যাডমিন্টন, লন টেনিস ,টেবিল টেনিস, শুটিং, ওয়েটলিফটিং, রেসলিং ,বক্সিং, জুডো, জিমনাস্টিক, বডিবিল্ডিং, ভলিবল, বাস্কেটবল ,ফুটবল, ক্রিকেট ,কাবাডি খেলা গুলিতে inter-university টুর্নামেন্ট অথবা ন্যাশনাল কিংবা ইন্টার্নেশনাল লেভেল অংশগ্রহণ করে থাকতে হবে।বডিবিলডিং, বাস্কেটবল, ফুটবল ,কাবাডি ,ভলিবল এবং ক্রিকেট খেলা গুলিতে পুরুষ প্রার্থীরা আবেদনযোগ্য। অন্যান্য খেলা গুলির ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন যোগ্য।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website)-https://www.incometaxmumbai.gov.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply
I want to join of company