
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। গ্রেড-বি (DR) অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্য আসন ৩২২টি। এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন। আজ, ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।
পোস্টের নাম :- 1.অফিসার গ্রেড-বি (DR)
2.অফিসার গ্রেড-বি (DR) DEPR
3. অফিসার গ্রেড-বি (DR) DSIM
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৩২২
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-১.অফিসার গ্রেড-বি (DR) জেনারেল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট অথবা সমমানের ডিগ্রি। এছাড়া প্রার্থীদের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
২. অফিসার গ্রেড-বি (DR) DEPR: এই পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।
৩. অফিসার গ্রেড-বি (DR) DSIM: এই পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।
বয়সসীমা:- ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৩৫১৫০ টাকা থেকে ৮৩২৫৮ টাকা
আবেদন ফি :- ৮৫০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী লাগবে না।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.rbi.org.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply