
রাজ্যসভা রিসার্চ অ্যান্ড স্টাডি-র (RSRS) পক্ষ থেকে ফোলোশিপ এবং ইন্টার্নশিপ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট বয়ানে আগামী 31 মার্চ, 2021-এর মধ্যে আবেদন করতে হবে।
পোস্টের নাম :- ১. ফোলোশিপ
২. ইন্টার্নশিপ
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৪ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-ইন্টার্নশিপ: স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে যে কোনও বিষয় নিয়ে পাঠরত পড়ুয়ারা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য যোগ্য বিবেচিত হবেন।
ফেলোশিপ: এই স্কিমের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা আছে এমন স্কলাররা রাজ্যসভা রিসার্চ অ্যান্ড স্টাডির ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া :- আগ্রহী ও যোগ্য প্রার্থীদের Dr S.Radhakrishnan Chair এবং Rajya Sabha Fellowship-এর জন্য নির্দিষ্ট বয়ানে সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ই-মেইল করতে হবে rksahoo.rs@sansad.nic.in-এ।
অন্যদিকে ajya Sabha Student Engagement Internship-এর জন্য আবেদনপত্র rssei.rsrs@sansad.nic.in ই-মেইলে মেইল করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://rajyasabha.nic.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
Ha