কেন্দ্রীয় Govt চাকরী

রাজ্যসভায় চাকরীর জন্য আবেদন করুন, আবেদনের শেষ তারিখ- ৩১/০৩/২০২১

রাজ্যসভা রিসার্চ অ্যান্ড স্টাডি-র (RSRS) পক্ষ থেকে ফোলোশিপ এবং ইন্টার্নশিপ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট বয়ানে আগামী 31 মার্চ, 2021-এর মধ্যে আবেদন করতে হবে।

 

পোস্টের নাম :- ১. ফোলোশিপ
২. ইন্টার্নশিপ

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৪ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-ইন্টার্নশিপ: স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে যে কোনও বিষয় নিয়ে পাঠরত পড়ুয়ারা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য যোগ্য বিবেচিত হবেন।
ফেলোশিপ: এই স্কিমের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা আছে এমন স্কলাররা রাজ্যসভা রিসার্চ অ্যান্ড স্টাডির ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া :- আগ্রহী ও যোগ্য প্রার্থীদের Dr S.Radhakrishnan Chair এবং Rajya Sabha Fellowship-এর জন্য নির্দিষ্ট বয়ানে সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ই-মেইল করতে হবে rksahoo.rs@sansad.nic.in-এ।
অন্যদিকে ajya Sabha Student Engagement Internship-এর জন্য আবেদনপত্র rssei.rsrs@sansad.nic.in ই-মেইলে মেইল করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://rajyasabha.nic.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

1 Comment

  1. Ha

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *