
Indian Railway, Rail Wheel Plant Bela বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৭০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- TRAINEE APPRENTICES
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৭০
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-B.Tech/B.Sc. in Mechanical, Electrical& Electronics/ Instrumentation/Computer/T Engineering or Diploma in Mechanical, Electrical & Electronics/Instrumentation/Computer/IT Engineering.
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৮০০০ টাকা থেকে ৯০০০ টাকা প্রতি মাসে
আবেদন প্রক্রিয়া :- যোগ্য ও আগ্রহী প্রার্থীদের প্রথমে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে ছাড়পত্র মেলার পরে ১৪ জানুয়ারির মধ্যে NATS পোর্টালে থাকা লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ১৪/০১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://rwp.indianrailways.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply
I am ready to job
rajm68738@gmail.com