
রেলের তরফ স্টেশন মাস্টার পদে মোট 38 টি শূন্যস্থানে প্রার্থীর নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
• বিশেষ বিজ্ঞপ্তি – শুধুমাত্র পশ্চিম-মধ্য রেলের কর্মীরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –
• পদের নাম :- স্টেশন মাস্টার।
• শূন্য পদের সংখ্যা :- 38 টি। তপশিলি জাতির জন্যে তপশিলি জাতির জন্যে 5 টি, তপশিলি উপজাতির জন্যে 3 টি এবং ওবিসি-র জন্যে 12 টি পদ সংরক্ষিত। 18 টি পদ অসংরক্ষিত।
• বেতন স্কেল :- 6 লেভেল ।
• যোগ্যতা :- যেকোনও বিষয়ে স্নাতক পাশ।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 07/07/2021
• নিয়োগ পদ্ধতি :- সবার আগে কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটার বেসড টেস্টে যে পাশ করবে সেই চাকরিপ্রার্থীদের এরপর অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্টে প্রতিটি ভুল জবাবের জন্যে একের এক-তৃতীয়াংশ করে নেগেটিভ মার্কিং আছে। তবে অ্যাপ্টিটিউড টেস্টে কোনও নেগেটিভ মার্কিং নেই।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – www.wcr.indianrailways.gov.in
এখানে সরাসরি আবেদন করুন- Apply