
আজকালকার দিনে রেলওয়ে গ্রুপ -D চাকরি, চাকরি প্রার্থীদের মধ্যে এক নতুন আলোর সঞ্চার করে। চাকরি বলতে মূলত সকল চাকরিপ্রার্থী সরকারি চাকরি পছন্দ করে ।আর সরকারি চাকরির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চাকরি হচ্ছে রেলওয়ে গ্রুপ -D চাকরি।
আর আপনি যদি রেলওয়ে গ্রুপ – D পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকেন তবে এই প্রশ্নগুলো আপনার জন্য যথেষ্ট সাহায্য পূর্ণ।
রেলওয়ে গ্রুপ – D চাকরির ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল :-
১. পরমাণুবাদের জনক কাকে বলা হয় ?
উত্তর :- বিজ্ঞানী ডাল্টন।
২. একটি পরমাণু কয়টি উপাদান নিয়ে গঠিত ?
উত্তর :- তিনটি । ঋণাত্মক তড়িৎ গ্রস্ত কণায় ইলেকট্রন, ধনাত্মক তড়িৎ গ্রস্ত কণায় প্রোটন এবং নিস্তড়িত কণা নিউটন।
৩. পরমাণুর মধ্যে সবথেকে ভারী কনা কোনটি ?
উত্তর :- নিউটন।
৪. ইলেকট্রন কে আবিষ্কার করেন ?
উত্তর :- ১৮৯৭ খ্রিস্টাব্দে বিজ্ঞানী জে .জে .টমসন ইলেকট্রন আবিষ্কার করেন।
৫. প্রোটন কে আবিষ্কার করেন ?
উত্তর :- ১৯১৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন।
৬. নিউটন কে আবিষ্কার করেন ?
উত্তর :- খ্রিস্টাব্দের বিজ্ঞানী স্যাডউইক নিউটন আবিষ্কার করেন।
৭. ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যার মধ্যে সম্পর্ক কি ?
উত্তর :- ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যার + নিউট্রন সংখ্যা।
৮. একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা আলাদা তাদের পরস্পরকে কি বলা হয় ?
উত্তর :- আইসোটোপ।
৯. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে ?
উত্তর :- তিনটি।
১০.যে সকল মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদেরকে কি বলা হয় ?
উত্তর :- আইসোবার।
১১. যে সব মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা আলাদা তাদের পরস্পরকে কি বলা ?
উত্তর :- আইসোটোন।
১২. ক্লোরিনের ( CL) কয়টি আইসোটোপ আছে ?
উত্তর :- 2 টি।
১৩. কার্বনের (C) কয়টি আইসোটোপ আছে ?
উত্তর :- 3টি ।
১৪. অক্সিজেনের (O) কয়টি আইসোটোপ আছে ?
উত্তর :- 3টি ।
১৫. ইউরেনিয়ামের (U) কয়টি আইসোটোপ আছে ?
উত্তর :- 3টি ।
১৬. হাইড্রোজেনের আইসোটোপ গুলি কি কি ?
উত্তর সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম , ভারী হাইড্রোজেন ডয়টেরিয়াম ও ট্রাইটিয়াম।
১৭. একটি পরমাণুর ভর সংখ্যা 23 এবং পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 11 তাহলে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা কত ?
উত্তর :- নিউট্রন সংখ্যা =প্রোটন সংখ্যা – ভর সংখ্যা = 23 -11=12
১৮. কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
উত্তর :- বেগুনি।
১৯. কোন বর্ণের আলোর চ্যুতি কম ?
উত্তর :- লাল।
২০. কোন বর্ণের আলোর চ্যুতি বেশি ?
উত্তর :- বেগুনি।
২১. সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি?
উত্তর :- লাল ও বেগুনি।
২২. একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখ।
উত্তর :- রামধনু।
২৩. বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উত্তর :- রামধনু।
২৪. আমরা লেখা পড়তে পারি আলোর – বিজ্ঞপ্তি প্রতিফলনের জন্য।
২৫. রামধনু হল -অশুদ্ধ বর্ণালী।
২৬. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
উত্তর :- উত্তল লেন্স।
২৭. ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় ?
উত্তর :- সদ বিম্ব ।
২৮. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ – অসীম।
২৯. সবুজ কাচের মধ্যে দিয়ে দেখলে লাল ফুলের বর্ণ দেখায় – কালো।
৩০. শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত ?
উত্তর :- 3×108মিটার / সেকেন্ড।
৩১. গাড়িতে ব্যবহৃত আয়নাটি হলো – উত্তল লেন্স।
৩২. দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর :- অবতল দর্পণ।
৩৩. প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি ?
উত্তর :- 2 টি।
৩৪. একটি ভোল্ট মিটার তড়িৎ বর্তনীতে কোন সমবায় এর সাথে যুক্ত করা হয় ?
উত্তর :- সমান্তরাল সমবায়।
৩৫. লাইভ তারের রং কেমন হয় ?
উত্তর :- লাল।
৩৬. নিউট্রাল তারের রং কেমন ?
উত্তর :- কালো।
৩৭. আর্থিং তারের রং কেমন হয় ?
উত্তর :- সবুজ।
৩৮. তড়িৎ প্রবাহমাত্রা ভেক্টর রাশি না স্কেলার রাশি ?
উত্তর :- স্কেলার রাশি।
৩৯. তড়িৎ বিভব ভেক্টর রাশি না স্কেলার রাশি?
উত্তর :- স্কেলার রাশি।
৪০. ওদের ব্যবহারিক একক কি ?
উত্তর :- ওহম।
৪১. একটি আদর্শ অামিটারের রোধ কত ?
উত্তর :- শূন্য।
৪২. একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত ?
উত্তর :- অসীম।
৪৩. তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা হ্রাস বৃদ্ধি করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তর :- রিওস্ট্যাট।
৪৪. এমন একটি পদার্থের নাম উল্লেখ করো যার উপর আলো পড়লে রোধ কমে যায় ?
উত্তর :- সেলিনিয়াম ধাতুর।
৪৫. রোধের উপর চাপের প্রভাব কে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয় ?
উত্তর :- মাইক্রোফোন।
৪৬. কিলোওয়াট. ঘন্টা কোন রাশি পরিমাপের একক ?
উত্তর :- তড়িৎ শক্তি।
৪৭. নাইক্রোম তার কি কি ধাতু দিয়ে তৈরি ?
উত্তর :- নিকেল ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু দিয়ে তৈরি।
৪৮. বৈদ্যুতিক মোটরের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর :- তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
৪৯. তড়িৎ চুম্বক এ কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর :- তড়িৎ শক্তি চৌম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয়।
৫০. হিটার তার কোন ধাতু দিয়ে তৈরি ?
উত্তর :-নাইক্রোম।