ব্যাঙ্কে চাকরী

বাঙ্কে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ২৮ হাজার টাকা

Punjab national bank বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট 11 টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- পিওন

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১১ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ।

 

বয়সসীমা:- ১৮ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৪৫০০ টাকা থেকে ২৮১৪৫ টাকা

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অফ লাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।www.pnbindia.in
এই ওয়েবসাইট এ গিয়ে আবেদন প্ত্র ডাউনলোড করতে হবে । ডাউনলোড হয়ে গেলে সেটাকে ফিলাফ করে ওদের নিদিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে ।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।

 

আবেদন পাঠানোর ঠিকানা- the deputy circle head, punjub national bank, circle office
paschim mednipur,hrd dept,sahid kshudiram bose road, berge town, medinipur ,pin-721101

 

নিয়োগের স্থান- পশ্চিম মেদনিপুর ও ঝাড় গ্রাম । পার্থীকে অবশ্য এই অঞ্চলের বাসিন্ধা হতে হবে

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ১০ ই মে ২০২২

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...