
চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- চিফ রিস্ক অফিসার
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক প্রফেশনালস থেকে ফিনানশিয়াল রিস্ক ম্যানেজমেন্টে পেশাদারি শংসাপত্র।
অথবা পিআরএমআইএ ইনস্টিটিউট থেকে প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্টে সার্টিফিকেশন।
অথবা সিআরও হিসেবে দু’বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা:- ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- জন্মতারিখ সংক্রান্ত নথি শিক্ষাগত শংসাপত্র বা মার্কশিট প্রয়োজনীয় অভিজ্ঞতার শংসাপত্র বন্ধ খামের সমস্ত নথি পাঠাতে হবে। খামের ওপর লিখতে হবে “Application for the post of Chief Risk Officer (CRO)”। আবেদনপত্র পাঠানোর ঠিকানা – জেনারেল ম্যানেজার-এইচএমআরডি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, হিউম্যান রিসোর্স ডিভিশন, প্রথম তল, ওয়েস্ট উইং, কর্পোরেট অফিস, সেক্টর 10, দ্বারকা, নয়াদিল্লি – 110075।
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.pnbindia.in