
প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরানো পরিকাঠামো ঢেলে সাজালো NCTE ।
এবার থেকে স্নাতক অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি স্তরে 50% নাম্বার না থাকলে ও স্নাতকস্তরে b.ed সহ 55% নাম্বার থাকলেই প্রার্থীর আবেদন করতে পারবেন প্রাথমিক টেট পরীক্ষার জন্য।আবার NCTE তরফ থেকে জানানো হয়েছে যে স্নাতকস্তরে 55 শতাংশ নম্বর সহ তিন বছরের ইন্টিগ্রেটেড বি.এড -এম.এড প্রশিক্ষণ থাকলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণির এডুকেশন টিচার ও
শারীর শিক্ষার শিক্ষক হিসাবে আবেদন করা যাবে ।
নবম শ্রেণী থেকে কোন গ্রুপের টেট পরীক্ষা নেওয়া হয় না কেবল বিষয়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হয়, তবে এবার থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা নেওয়া ঘোষণা করতে পারে NCTE।
কিছুদিন আগেই NCTE একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবীন জাতীয় শিক্ষা নীতির আওতায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বা কেন্দ্রের টেস্ট নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে ।
2017 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে। যদিও প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান আগেই জানিয়েছিল পুজোর আগেই ফল প্রকাশ হতে পারে পুজো শেষ হয়েছে কিন্তু রেজাল্ট নেই ।
তবে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর হলো আগামী কিছুদিনের মধ্যেই 2017 প্রাইমারি টেট পরীক্ষার ফল প্রকাশিত হবে । প্রাইমারি টেট পরীক্ষার ফল ফলাফল প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে আগে খবর আপনি জানতে পারবেন ।