
Power Grid Corporation of India Limited এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তি নং :- NRTS-II/2021/02/DT/AMD
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ডিপ্লোমা ট্রেনি (Electrical)।
• শূন্য পদের সংখ্যা :- 23 টি।
২/ পদের নাম :- ডিপ্লোমা ট্রেনি (Civil) ।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
• বেতন :- (25000 — 30000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Full Time Regular 3 Years Diploma from recognized Technical Board/ Institute with minimum 70% marks for UR/ OBC(NCL)/EWS and pass marks for SC and PwD and Ex-SM candidates.
Higher technical qualifications like B.Tech/B.E/ M.Tech/ M.E etc with or without Diploma is not allowed
• বয়স সীমা :- 12/07/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 20/08/2021 – 18/09/2021
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের কম্পিউটার বেস লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.powergrid.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply