PSU চাকরী

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরীর জন্য আবেদন করুন

Power Grid Corporation of India Limited এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তি নং :- NRTS-II/2021/02/DT/AMD
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- ডিপ্লোমা ট্রেনি (Electrical)।
• শূন্য পদের সংখ্যা :- 23 টি।

 

২/ পদের নাম :- ডিপ্লোমা ট্রেনি (Civil) ।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।

 

• বেতন :- (25000 — 30000/-) প্রতিমাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- Full Time Regular 3 Years Diploma from recognized Technical Board/ Institute with minimum 70% marks for UR/ OBC(NCL)/EWS and pass marks for SC and PwD and Ex-SM candidates.
Higher technical qualifications like B.Tech/B.E/ M.Tech/ M.E etc with or without Diploma is not allowed

 

• বয়স সীমা :- 12/07/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 20/08/2021 – 18/09/2021

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের কম্পিউটার বেস লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.powergrid.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *