
Powergrid (PGCIL) এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নং – 2021-22/ER-II/01।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম ও শূন্য পদের সংখ্যা :- West Bengal, Regions : ERTS-II
• ITI ইলেকট্রিক্যাল – 10 টি।
• ডিপ্লোমা ইলেকট্রিক্যাল – 20 টি।
• ডিপ্লোমা সিভিল – 10 টি।
• গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল – 15 টি।
• গ্রাজুয়েট সিভিল – 3 টি।
• গ্রাজুয়েট ইলেকট্রনিক্স /টেলিকম – 3 টি।
• গ্রাজুয়েট কম্পিউটার সাইন্স – 2 টি।
• HR এক্সকিউটিভ – 3 টি।
২/ পদের নাম ও শূন্য পদের সংখ্যা :- Sikkim, Region: ERTS-II
• ডিপ্লোমা ইলেকট্রিক্যাল – 2 টি।
• ডিপ্লোমা সিভিল – 2 টি।
• গ্যাজুয়েট ইলেকট্রিক্যাল – 2 টি।
• গ্রাজুয়েট সিভিল – 2 টি।
• বেতন :- (10000 — 15000 /-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- ITI/ Diploma in Engineering/ Engineer Degree in respective field. For HR Executive: MBA (HR) / MSW / Post Graduate Diploma in Personal Management / Personal Management & Industrial Relation.
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 21/07/2021 – 20/08/2021
• নিয়োগ পদ্ধতি :- পরীক্ষামূলক এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীর নিয়োগ করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.powergrid.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply