Top খবর

Paytm- কোম্পানিতে ২০ হাজার জনকে নিয়োগ করা হবে

স্নাতক উত্তীর্ণদের চাকরির সুযোগ আনছে পেটিএম (Paytm) ।পেটিএম (Paytm) নামটি অতি পরিচিত একটি নাম, এবার সেই পেটিএম ই ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) আগেই লোকবল বাড়ানোর জন্য ‘ফিল্ড সেলস এগজিকিউটিভ’ কর্মসূচি চালু করেছে এই আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম। যার মাধ্যমে চাকরি প্রধান করা হবে বর্তমান সময়ের ডিজিটাল দুনিয়ায় প্রায় ২০,০০০ ফিল্ড সেলস এগজিকিউটিভদের। একথাও জানা যায় ,বর্তমানে এই প্লাটফর্মে পার্থী নিয়োগ করার পরিকল্পনা করছে পেটিএম। তাঁরা পেটিএমের ১৬,৬০০ কোটি টাকার আইপিওয়ের আগে ব্যবসায়ী এবং ব্যবহারকারীদের ডিজিটাল দুনিয়ার বিষয়ে বর্তমান জেনারেশন কে শিখিয়ে আরও উন্নত করে তুলবে।

 

• বেতন :- বেতন এবং কমিশন হিসেবে প্রায় প্রতিমাসে (৩৫,০০০/-) টাকা বা তার বেশি টাকা আয়ের সুযোগ পাবেন ফিল্ড সেলস এগজিকিউটিভরা।

 

• শিক্ষাগত যোগ্যতা :- দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি বা স্নাতক পাশ প্রার্থীরা আবেদন যোগ্য। Paytm App ব্যবহার করে আবেদন করতে হবে। যাঁদের দু’চাকার গাড়ি আছে, যাতায়াতের কোনও সমস্যা নেই এবং হাতকলমে সেলসের অভিজ্ঞতা আছে,তাঁদের বিশেষ অগ্রাধিকার দেওযা হবে। আবেদনকারীদের স্থানীয় ভাষা বলা এবং লেখা ও স্থানীয় এলাকা নিয়ে দক্ষতা থাকতে হবে।

 

• বয়স সীমা :- এই প্লাটফর্মে কাজ করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ হতে হবে। অ্যান্ড্রয়েডে স্মার্টফোন থাকা আবশ্যক।

 

 

• কাজের বিবরণ :- এ প্লাটফর্মে প্রার্থীদের যে সকল কাজ গুলি করতে হবে তা হল – পেটিএম ওল-ইন-ওয়ান কিউআর কোডস (Paytm all-in-one QR codes), পেটিএম ওল-ইন-ওয়ান পিওএস মেশিন (Paytm all-in-one POS machine), পেটিএম সাউন্ডবক্স (Paytm soundbox), পেটিএম ওয়ালেট (wallet), ইউপিআই (UPI), পেটিএম পোস্টপেড (Paytm Postpaid), মার্চেন্ট লোন-সহ যাবতীয় পেটিএমের পরিষেবা সেল করতে হবে ও শেখাতে হবে।

 

•  প্রায় ১৬,৬০০ কোটি টাকার আইপিওয়ের পরিকল্পনা করছে এই আর্থিক প্ল্যাটফর্ম পেটিএম(Paytm)। আগামী অক্টোবরের মধ্যে সেই আইপিও ছাড়াও হাতে পারে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। প্রাথমিক শেয়ার বিক্রির জন্য খসড়া নীতি গত ১৫ জুলাই সেবির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) কাছে জমা দিয়েছে পেটিএম(Paytm)।

 

 

You may also like

2 Comments

    1. Kâñkúârä
      Pin_721157
      Paschim madnipur

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *