
রাজ্যের পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উত্তর 24 পরগনা জেলার পানিহাটি মিউনিসিপ্যালিটি তে নিয়োগ করা হবেআগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১৭০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- হেলথ ওয়ার্কার
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৭০ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- মাধ্যমিক পাশ হতে হবে
বয়সসীমা:- ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৪৫০০ টাকা
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ২৬/১০/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-https://www.panihatimunicipality.in/html/home.html
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf