রেলে চাকরী

রেল বিভাগের কলকাতা শাখায় গ্রুপ সি পদে লোক নিয়োগ

রেল বিভাগের কলকাতা শাখায় গ্রুপ সি পদে 11 মাসের সম্পূর্ণ চুক্তিভিত্তিক প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর।

 

• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

 

• বেতন :- (25,000/-) প্রতিমাসে।

 

• শিক্ষাগত যোগ্যতা :- উক্ত পদের জন্য প্রার্থীকে যে কোন শাখায় স্নাতক হতে হবে, সাথে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার ও IT অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।

 

• বয়স সীমা :- প্রার্থীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেই সাথে প্রয়োজনীয় সমস্ত রকমের যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে।

 

• আবেদনের তারিখ :- 31/08/2021
• আবেদনের ঠিকানা :- Railway claims Tribunal , Esplanaed Mansion, 2,Esplanaed East, Kolkata – 700069

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://ser.indianrailways.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf

You may also like

রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ ...
রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *