PSU চাকরী

অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরী, সরাসরি ইন্টারভিউ হবে

ভারত সরকার অনুমোদিত অয়েল ইন্ডিয়া লিমিটেডএর পক্ষ থেকে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে বিভিন্ন স্থানে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট। ওয়েল্ডিং জব এবং গ্যাস কাটিং রিলেটেড জব এ কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

২/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ফিল্টার।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট। পাম্প সেট ,আয়রন রিমুভার,ওয়াটার সাপ্লাই সেটে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৩/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক।
• শূন্য পদের সংখ্যা :- 5 টি।
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও ডিজেল মেকানিক ট্রেডের সার্টিফিকেট। ওয়ায়েল এবং গ্যাস ইন্ডাস্ট্রিতে মেইনটেনেন্স অফ ডিজেল অথবা গ্যাস ইঞ্জিন/রেসিপ্রোকেটিং এ কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- পার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

 

৪/ পদের নাম :- ইলেকট্রিক সুপারভাইজার।
• শূন্য পদের সংখ্যা :- 5 টি।
• বেতন :- (19,500/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং সরকার অনুমোদিত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। ড্রিলিং অথবা ওয়ার্ক ওভারের কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা।

 

 

৫/ পদের নাম :- গ্যাস লগার।
• শূন্য পদের সংখ্যা :- 8 টি।
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত যেকোন বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস এবং গ্যাস লগ ইন এর কাজে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা।

 

৬/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান
• শূন্য পদের সংখ্যা :- 10 টি।
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত যেকোন বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে দু বছরের ডিপ্লোমা । ড্রিলিং, ওভার ওয়ার্কের কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- উপরিউক্ত পদগুলির জন্য পার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

 

৭/ পদের নাম :- কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 10 টি।
• বেতন :- (19,500/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- সরকার অনুমোদিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যা তে স্নাতক এবং আপার স্টিম অয়েল এবং গ্যাস ইন্দাস্ট্রিটে কেমিক্যাল অ্যাক্টিভিটি ফিল্ড, ল্যাবে এক বছরের কাজের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- উপরিউক্ত পদ এর জন্য প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

৮/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স পাম্প।
• শূন্য পদের সংখ্যা :- 17 টি।
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস এবং মেকানিক ডিজেল /ফিটার ট্রেড সরকার অনুমোদিত সার্টিফিকেট।অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।

 

৯/ পদের নাম :- ড্রিলিং রিগমান।
• শূন্য পদের সংখ্যা :- 26 টি।
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস এবং সেইসঙ্গে ভারত সরকার অনুমোদিত যেকোন ট্রেডের সার্টিফিকেট।ড্রিলিং রিগ এ কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা।

 

১০/পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট মেকানিক। ICE
• বেতন :- (16,640/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক্যাল ডিজেল ট্রেড এর সার্টিফিকেট।ICE ইঞ্জিন সমকক্ষ ফিল্ডে অন্ততপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- উপরিউক্ত পদগুলির জন্য পার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়ো ডাটা সাথে সমস্ত শিক্ষাগত নথিগুলি পার্সোনাল অ্যাসেসমেন্ট এর স্কিল টেস্ট তারিখের আগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ।

 

• প্রয়োজনীয় নথি গুলি হল :-
• বর্তমান এক কপি কালার ফটো।
• আইডেন্টি প্রুফ এবং এড্রেস প্রুফ।
• মাধ্যমিকের মার্কশীট এডমিট আর সার্টিফিকেট।
• অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
• অ্যাসেসমেন্ট এর স্কিল টেস্ট এর তারিখ :-
• অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার – 16 আগস্ট।
• অ্যাসিস্ট্যান্ট ফিটার – 18 আগস্ট ।
• অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক – 20 আগস্ট।
• ইলেকট্রিক্যাল সুপারভাইজার – 23 আগস্ট।
• গ্যাস ব্লগার – 25 আগস্ট।
• অ্যাসিস্ট্যান্ট রীগ ইলেকট্রিশিয়ান – 30 আগস্ট।
• কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট – 2 সেপ্টেম্বর।
• এসিস্টেন্ট মেকানিক পাম্প – 6 সেপ্টেম্বর।
• ড্রিলিং রিগমান – 8 সেপ্টেম্বর।
• অ্যাসিস্ট্যান্ট মেকানিক ICE – 13 সেপ্টেম্বর।

 

• ইন্টারভিউয়ের সময় :- সকাল 7 টা থেকে 11 টা পর্যন্ত।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website)-https://www.oil-india.com/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *