
মাধ্যমিক পাশে ওয়েল ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্যপদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ইলেকট্রিশিয়ান।
• শূন্য পদের সংখ্যা :- 38 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- স্বীকৃত কোন বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবং ইলেকট্রিশিয়ান এর ওপর এপ্রেন্টিস করতে হবে।
২/পদের নাম :- ইলেকট্রনিস্ক মেকানিক ।
• শূন্য পদের সংখ্যা :- 40 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে , এবং ইলেকট্রিস্ক মেকানিক ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
৩/ পদের নাম :- ফিটার।
• শূন্য পদের সংখ্যা :- 144 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে , এবং ফিটার ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
৪/ পদের নাম :- মেকানিস্ট।
• শূন্য পদের সংখ্যা :- 13 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে , এবং মেশিনিস্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
৫/পদের নাম :- মেকানিক মোটর ভেহিকেল।
• শূন্য পদের সংখ্যা :- 42 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে , এবং মেকানিক মোটর ভেহিকেল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
৬/ পদের নাম :- মেকানিক ডিজেল ট্রেড।
• শূন্য পদের সংখ্যা :- 97 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে , এবং মেকানিক ডিজেল ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
৭/ পদের নাম :- বয়লার এটেনডেন্ট।
• শূন্য পদের সংখ্যা :- 8 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে সেকেন্ড ক্লাস বয়লার এটেনডেন্ট এ দু’বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
৮/ পদের নাম :- টার্নার।
• শূন্য পদের সংখ্যা :- 4 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে ,সঙ্গে টার্নার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
৯/পদের নাম :- Draughtsmen সিভিল।
• শূন্য পদের সংখ্যা :- 8 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে এবংDraughtsmen সিভিল এ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
১০/পদের নাম :- ইন্সট্রুমেন্ট মেকানিক।
• শূন্য পদের সংখ্যা :- 81 টি।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে।সঙ্গে ইন্সট্রুমেন্ট মেকানিকের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
১১/ পদের নাম :- (Post Code – ATO12021)
• শূন্য পদের সংখ্যা :- 44 টি।
শিক্ষাগত যোগ্যতা :- যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, অংক নিয়ে উচ্চ মাধ্যমিক পাস।
১২/ পদের নাম :- সূর্ভেয়র।
• শূন্য পদের সংখ্যা :- ৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে , সঙ্গে সূর্ভেয়র ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
১৩/ পদের নাম :- ওয়েল্ডার।
• শূন্য পদের সংখ্যা :- 6 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে ওয়েল্ডার ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
১৪/ পদের নাম :- IT।
• শূন্য পদের সংখ্যা :- 5 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে IT & ESM/ ICTSM/ IT ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
• বেতন :- (26,000 – 90,000/-) প্রতিমাসে।
• বয়স সীমা :- ২৩/০৯/২০২১ সময় অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- ২৮/০৮/২০২১ থেকে ২৩/০৯/২০২১ পর্যন্ত।
• আবেদন ফি :- প্রার্থীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা লাগবে ।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না ।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.oil-india.com/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply