
মাধ্যমিক ও এইট পাশে রাজ্যের জেলা পরিষদে গ্রুপ ডি পদে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগেরএক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে-
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে –
চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –
১/ পদের নাম :- ম্যানেজার/ কো-অর্ডিনেটর।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (19,250 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে সাইকোলজি /সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর, এবং কম্পিউটার কোর্সের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সেলিংয়ে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
২/ পদের নাম :- সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- ( 15,440 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে সাইকোলজি /সোশ্যাল ওয়ার্ক স্নাতক হতে হবে, কম্পিউটার সম্বন্ধে বেসিক জ্ঞান থাকতে হবে। ইংরেজি ভাষায় যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
৩/ পদের নাম :- নার্স।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- ( 12,000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেলথ এইড কোর্স করে থাকতে হবে।GNM কোর্স এতবার নার্সিং ডিপ্লোমা করে থাকতে হবে সেইসাথে একই ফিল্ডে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
৪/ পদের নাম :- আয়া।
• শূন্য পদের সংখ্যা :- 12 টি।
• বেতন :- ( 12,000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস।সেই সাথে একই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 21 থেকে 50 বছরের মধ্যে
৫/ পদের নাম :- চৌকিদার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- ( 12,000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস।সেই সাথে একই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন পত্র পূরণ করে সেই সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে পারেন অথবা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
• আবেদনের তারিখ ও সময় :- 13/09/2021 বিকেল 5.30 পর্যন্ত।
• আবেদনের ঠিকানা :- Office of the District Magistrate Howrah , Old Collectorate building , Social Welfare Selection ,1 No. Rishi Bankim Chandra RD , Howrah.
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) –http://www.howrahzilaparishad.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply