
West Bengal Food & Supplies Department, Office of the District Controller Food & Supplies, Purba Medinipur বেশ কিছু গুরুত্বপূর্ণ পদেকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল – Memo No.1987/DCM/Purba/ Addl DEO/Adv/21, Dated 24/11/2021।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- ADDITIONAL DATA ENTRY OPERATOR
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Graduation with a certificate in computer application.
বয়সসীমা:- মিনিমাম ১৮ বছর হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- যারা আবেদন করতে চান তাঁরা নিচে দেওয়া ঠিকানাতে আবেদন পত্র পাঠাতে পারেন ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- office of the District Controller, Food & Supplies, Purba Medinipur, Badamtala, Tamluk, Purba Medinipur, Pin-721636 on or before 03/12/2021
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://purbamedinipur.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf