
পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
জানা যাচ্ছে মোট ৮টি শুন্য পদে পার্থী নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন –
১/ পদের নাম :- মেডিকেল টিচনোলজিস্ট (medical technologist)
শূন্য পদের সংখ্যা :- 4 টি ।
বেতন :- ( 17220 /- ) প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা :- High secondary pass and diploma in medical laboratory technology . basic knowledge in computer, MS office, internet is required.
বয়স সীমা :- ০১.০১.২০২১ এর সময় অনুযায়ী কমপক্ষে 40 বছর বয়স হতে হবে ।
২/ পদের নাম :- ক্রিটিক্যাল কেয়ার টিচনোলজি( critical care technology) ।
শূন্য পদের সংখ্যা :- 4 টি ।
বেতন :- ( 17220 /- ) প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা :- High secondary pass and 2 year diploma in critical care technology all bachelor degree in critical care technology.
বয়স সীমা :- ০১.০১.২০২১ এর সময় অনুযায়ী কমপক্ষে 40 বছর বয়স হতে হবে ।জানা যায় মূলত Covid – 19 এর জন্য আসানসোল ডিস্ট্রিক স্বাস্থ্য দপ্তর এবং দুর্গাপুর SDH এর জন্য প্রার্থী নেওয়া হচ্ছে।
আবেদন পদ্ধতি :– যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর কথাবার্তার মাধ্যমে নিজের সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি সহ ইন্টারভিউ স্থানে যেতে হবে।
ইন্টারভিউ এর তারিখ :- ২০/০৫/২০২১ ।
ইন্টারভিউর ঠিকানা :- CMOH office Kalyanpur Satellite Township Kalyanpur Asansol.
ইন্টারভিউয়ের সময়:- 11am
অফিশিয়াল ওয়েবসাইট(Official website)- https://www.wbhealth.gov.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply