পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে প্রার্থী নিয়োগ

পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
জানা যাচ্ছে মোট ৮টি শুন্য পদে পার্থী নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন –

১/ পদের নাম :- মেডিকেল টিচনোলজিস্ট (medical technologist)
শূন্য পদের সংখ্যা :- 4 টি ।
বেতন :- ( 17220 /- ) প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা :- High secondary pass and diploma in medical laboratory technology . basic knowledge in computer, MS office, internet is required.
বয়স সীমা :- ০১.০১.২০২১ এর সময় অনুযায়ী কমপক্ষে 40 বছর বয়স হতে হবে ।

২/ পদের নাম :- ক্রিটিক্যাল কেয়ার টিচনোলজি( critical care technology) ।
শূন্য পদের সংখ্যা :- 4 টি ।
বেতন :- ( 17220 /- ) প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা :- High secondary pass and 2 year diploma in critical care technology all bachelor degree in critical care technology.
বয়স সীমা :- ০১.০১.২০২১ এর সময় অনুযায়ী কমপক্ষে 40 বছর বয়স হতে হবে ।জানা যায় মূলত Covid – 19 এর জন্য আসানসোল ডিস্ট্রিক স্বাস্থ্য দপ্তর এবং দুর্গাপুর SDH এর জন্য প্রার্থী নেওয়া হচ্ছে।

আবেদন পদ্ধতি :– যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর কথাবার্তার মাধ্যমে নিজের সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি সহ ইন্টারভিউ স্থানে যেতে হবে।

ইন্টারভিউ এর তারিখ :- ২০/০৫/২০২১ ।
ইন্টারভিউর ঠিকানা :- CMOH office Kalyanpur Satellite Township Kalyanpur Asansol.
ইন্টারভিউয়ের সময়:- 11am

 অফিশিয়াল ওয়েবসাইট(Official website)- https://www.wbhealth.gov.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...