
এনসিএল মোট ১,৫০০ টি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- ওয়েল্ডের, ফিটার ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক (Welder (Gas & Electric), Fitter, Electrician এবং Motor Mechanic)।
• শূন্য পদের সংখ্যা:- ১,৫০০ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- Welder (Gas & Electric) পদে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের অষ্টম শ্রেনী উত্তীর্ণ হওয়ার সঙ্গে থাকতে হবে ওয়েলডার ট্রেডে (Welder Trade) আইটিআই (ITI) ড্রিগ্রি। Fitter পদে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার সঙ্গে ফিটার ট্রেডে আইটআই ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারে। অন্যদিকে Electrician এবং Motor Mechanic পদে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণীর সঙ্গে ইলেকট্রিক্যাল ট্রেডে এবং মটর মেকানিক ট্রেডে আইটিআই ডিগ্রি থাকা জরুরী।
• বয়স সীমা :- ৩০.৬.২০২১ সময় অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৬ থেকে ২৪ বছর পর্যন্ত হতে হবে ।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- ১০/০৬/২০২১ – ০৯/০৭/২০২১ পর্যন্ত।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট (official website) – www.nclcil.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply