
রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ , ব্যারাকপুর,বসিরহাট ও বারাসাত সাব- ডিভিশনে চাকরী প্রার্থীদের নিয়োগ করা হবে ।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে(Official Website)। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল ↓
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
Bongaon sub division- Pdf File
Barrackpore sub division- Pdf File
Basirhat sub division- Pdf File
Barasat sub division- Pdf File
1. পোস্টের নাম :- আশা কর্মী
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ২৪৩ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন
বয়সসীমা:- ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অফলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ১৩ই এপ্রিল