
NHPC Limited এর তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
• বিজ্ঞপ্তি নং – NH/Rectt. /04/ 2021 । যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো –
• পোস্টের নাম :- ট্রেইন ইঞ্জিনিয়ার (TRAINEE ENGINEER)।
• শূন্য পদের সংখ্যা :- (Civil) – 29 টি।
(Mechanical)- 20 টি।
(Electrical)- 4 টি।
( Finance) – 12 টি।
(Company Secretary) – 2 টি।
• বেতন :- (50000 — 160000 /-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Engineering Degree/ CA/ CS.
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 22/12/2021 – 17/01/2022
• নিয়োগ পদ্ধতি :- উক্ত পদের জন্য যোগ্য প্রার্থী short-listed এর দ্বারা বাছাই করে নিয়োগ করা হবে।
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – http://www.nhpcindia.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply