
বাংলায় পুলিশে প্রায় ২৭ হাজার নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মসূচিতে অংশ নিয়ে তাঁর ঘোষণা, ‘আগামী তিন বছরে ২৪ হাজার কনস্টেবেল এবং ২হাজার ৪০০ জন সাব ইনসপেকটর নিয়োগ করা হবে।
সেখানে তিনি বলেন, ‘এখন সিভিকরা ভালো টাকা পাচ্ছেন। আস্তে আস্তে আরও করা হচ্ছে। রাজ্যে ১৬ হাজার পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন বলেও এদিন জানান তিনি।
পাশাপাশি এই ক’বছরে মা মাটি মানুষের সরকার পুলিশ কর্মীদের জন্য কী কী করেছে তার ক্ষতিয়ানও দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগের থেকে লিভ কম্পেনসেশন বাড়ানো হয়েছে। হেলথ স্কিমের সুবিধাও দেওয়া হচ্ছে।
মঞ্চ থেকেই লিভ কম্পেনসেশন পে ৫২ দিন থেকে ৬০ করা যায় কি না তা দেখতে অনুষ্ঠানে থাকা পুলিশ কর্তাদের প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী।