চাকরীর খবর

সরকারি কাজে কর্মী নিয়োগে নতুন ফরমান কেন্দ্রের, এপ্রিল থেকে চালু হচ্ছে এই নিয়ম

স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র (CMIE) পরিসংখ্যান অনুসারে, ২০২১  সালের ফেব্রুয়ারি মাসে দেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৬.৯ শতাংশ।এই পরিস্থিতিতে চুক্তিভিত্তিক কাজে কেবলমাত্র সংশাপত্রপ্রাপ্ত প্রশিক্ষিত কর্মী নিয়োগের জন্য প্রতিটি মন্ত্রক ও দফতরের কাছে আবেদন করেছে কেন্দ্রীয় সরকার।প্রতিটি মন্ত্রকে চুক্তি ভিত্তিক কাজে সংশাপত্রপ্রাপ্ত প্রশিক্ষিত কর্মী নিয়োগ নিশ্চিত করতে পারলে একদিকে যেমন শ্রম বাজারে সামঞ্জস্য আসবে তেমনই কর্মী প্রশিক্ষণ খাতে সরকারের খরচ হ্রাসের ক্ষেত্রে সুবিধা হবে।কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনরশিপ মন্ত্রক থেকে অন্য সমস্ত মন্ত্রী এবং দফতরের কাছে একটি নোট পাঠানো হয়েছে।
ওই নোটে আগামী এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন আর্থিক বছরে নিয়োগ সংক্রান্ত নতুন এই নীতি রূপায়ণের কথা বলা হয়েছে। যদি এক বছরে এই নীতি কার্যকর করা সম্ভব না হয়,
আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক কাজে ১০০% প্রশিক্ষিত কর্মী নিয়োগের পূরণের লক্ষ্যমাত্রা নিতে হবে বলে মন্ত্রকের তরফে জোর দেওয়া হয়েছে।

You may also like

2 Comments

  1. Name- Amit Sardar, Vill-Kamdebnagar,Po-Baharu,Ps-Joynagar,District south 24 Pargana pinnumbr-743372,Phonenumber-9563229912.Agg-25

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরীর খবর

SSC প্রায় 15 হাজার নিয়োগ করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে ...
চাকরীর খবর

নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করুন , ১০ হাজার টাকা করে পাবেন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন ...