
কলেজের গ্রুপ – সি তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে। মোট ৯ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ হয়েছে ।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য গুলি নিচে দেওয়া হল : –
১. পোস্টের নাম : – লোয়ার ডিভিশন ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা : – 35 টি
• বেতন : – (১৯,৯০০ – ৬৩,২০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাস এবং সেইসাথে প্রতি মিনিটে ইংরেজিতে 35 টি শব্দ লেখার গতি থাকতে হবে।
2.পোস্টের নাম : – জুনিয়ার স্টেনো।
• শূন্য পদের সংখ্যা : – 10 টি ।
• বেতন : – – (২৫,৫০০ – ৮১,১০০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সেইসাথে স্টেনোগ্রাফি তে প্রতি মিনিটে 80 টি শব্দ লেখার গতি এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ লেখার গতি থাকতে হবে।
৩.পোস্টের নাম : – আপার ডিভিশন ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা : – 8 টি ।
• বেতন : – – (২৫,৫০০ – ৮১,১০০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন শাখায় গ্রাজুয়েট পাস।
৪.পোস্টের নাম : – লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা : – 2 টি
• বেতন : – (২৫,৫০০ – ৮১,১০০ /-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন শাখায় গ্রাজুয়েট পাস, এবং সেইসাথে লাইব্রেরী সাইন্স এর কোর্স করা থাকতে হবে।
৫.পোস্টের নাম : – জুনিয়ার মেকানিক।
• শূন্য পদের সংখ্যা :- 21 টি ।
• বেতন : – (১৯,৯০০ – ৬৩,২০০ /-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা: – সংশ্লিষ্ট ট্রেন্ড ইঞ্জিনিয়ারিং পাশ।
৬.পোস্টের নাম : – অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার।
• শূন্য পদের সংখ্যা : – 1 টি
• বেতন : – (১৯,৯০০ – ৬৩,২০০/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা : – উচ্চ মাধ্যমিক পাস ,এবং সেইসাথে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ লেখার গতি।
৭.পোস্টের নাম : – হেড ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা : -7 টি
• বেতন : – (৪৪,৯০০ – ১,৪২,৪০০/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন শাখায় গ্রাজুয়েট পাস, এবং সেইসাথে প্রতি মিনিটে ইংরেজিতে কম্পিউটারে 35 টি শব্দ তোলার গতি থাকতে হবে।
৮.পোস্টের নাম : – জুনিয়ার প্রোগ্রামার।
• শূন্য পদের সংখ্যা : -13 টি
• বেতন : – (৩৫,৪০০ – ১,৪২,৪০০/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী, Computer science/IT/Software engineer বিষয়ে M.Tech ডিগ্রি থাকতে হবে।
• উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স 30 বছর হতে হবে ।
• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদনের শেষ তারিখ :- ৩১.০৭.২০২১
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে ।
• পোস্টিং : – নতুন দিল্লি।
• আবেদন ফি :- গ্রুপ – সি পদলির জন্য আবেদন ফি বাবদ 400 টাকা ,এবং প্রসেসিং ফি বাবদ 800 টাকা, দিতে হবে মোট 1200 টাকা।গ্রুপ – বি পদলির জন্য আবেদন ফি বাবদ 1000 টাকা ,এবং প্রসেসিং ফি বাবদ 1000 টাকা দিতে হবে, মোট 2000 টাকা।SC/ST/PWD শ্রেণীর প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ 800 টাকা ও 1000 টাকা লাগবে ।
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –http://www.nsut.ac.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply