পশ্চিমবঙ্গের চাকরী

নন-টিচিং স্টাফ নিয়োগ ,আবেদনের শেষ তারিখ-৩১/০৭/২০২১

Netaji Subhas University of Technology এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – NSUT/NON TEACHING/2021/02।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা :- 35 টি।

 

২/ পদের নাম :- জুনিয়ার স্টেনোগ্রাফার।
• শূন্য পদের সংখ্যা :- 10 টি।

 

৩/ পদের নাম :- আপার ডিভিশন ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা :- 8 টি।

 

৪/ পদের নাম :- লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।

 

৫/ পদের নাম :- জুনিয়র মেকানিক।
• শূন্য পদের সংখ্যা :- 21 টি।

 

৬/ পদের নাম :- হেড ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।

 

৭/ পদের নাম :- সিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।

 

৮/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

 

৯/ পদের নাম :- জুনিয়ার প্রোগ্রামার।
• শূন্য পদের সংখ্যা :- 1e টি।

 

১০/ পদের নাম :- টেচনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 26 টি।

 

• বেতন :- (20000 — 80000/-) প্রতিমাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- Class 12 pass/ Engineering Degree or Diploma/ Graduate pass candidates are eligible

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 27/06/2021 – 31/07/2021 পর্যন্ত।

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের কম্পিউটার বেশ পরীক্ষার মূল্যায়ন/ল্যাবরেটরী প্র্যাকটিক্যাল টেস্ট/ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(official website) – http://www.nsut.ac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

3 Comments

  1. S.b,Roy road Sahid Sukumar pally Asansol-3, post-ushagram, dist-paschim bardhaman,pin-713303,state-west bengal

  2. S.b,roy road, Sahid Sukumar pally, Asansol-3, post-ushagram, dist-paschim bardhaman,pin-713303

  3. Sk Samim Aktar c/o SK zakaria.vill kafala.p.o saluka.p.s kolaghat.dist purba medinipur.pin 721130 mobile no 8768155898

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...