
Netaji Subhas University of Technology এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – NSUT/NON TEACHING/2021/02।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা :- 35 টি।
২/ পদের নাম :- জুনিয়ার স্টেনোগ্রাফার।
• শূন্য পদের সংখ্যা :- 10 টি।
৩/ পদের নাম :- আপার ডিভিশন ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা :- 8 টি।
৪/ পদের নাম :- লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
৫/ পদের নাম :- জুনিয়র মেকানিক।
• শূন্য পদের সংখ্যা :- 21 টি।
৬/ পদের নাম :- হেড ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
৭/ পদের নাম :- সিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
৮/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
৯/ পদের নাম :- জুনিয়ার প্রোগ্রামার।
• শূন্য পদের সংখ্যা :- 1e টি।
১০/ পদের নাম :- টেচনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 26 টি।
• বেতন :- (20000 — 80000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Class 12 pass/ Engineering Degree or Diploma/ Graduate pass candidates are eligible
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 27/06/2021 – 31/07/2021 পর্যন্ত।
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের কম্পিউটার বেশ পরীক্ষার মূল্যায়ন/ল্যাবরেটরী প্র্যাকটিক্যাল টেস্ট/ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(official website) – http://www.nsut.ac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply
S.b,Roy road Sahid Sukumar pally Asansol-3, post-ushagram, dist-paschim bardhaman,pin-713303,state-west bengal
S.b,roy road, Sahid Sukumar pally, Asansol-3, post-ushagram, dist-paschim bardhaman,pin-713303
Sk Samim Aktar c/o SK zakaria.vill kafala.p.o saluka.p.s kolaghat.dist purba medinipur.pin 721130 mobile no 8768155898