
সারা ভারত জুড়ে ন্যাশনাল ওয়াটার এজেন্সি (NWDA) তে বেশ কয়েক গুরুত্বপূর্ণ পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে। এখানে মোট ৬ টি পদে ৬২ টি শূন্য পদে লোক নিয়োগকরা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইট এ |
সরাসরি আবেদন লিঙ্ক নিচে দেওয়া আছে। চাকরির জন্য ও অন্যান্য বিবরণ নিচে দেওয়া হল –
১. পোস্টের নাম : জুনিয়র ইঞ্জিনিয়ার
শূন্য পদ:-মোট -১৬ টি ।
বেতন:- প্রতি মাসে ৩৫৪০০ টাকা – ১১২৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: Diploma in Civil Engineering
বয়স সীমা: ১২.০৫.২০২১ এর অনুযায়ী ১৮ -২৭বছর এর মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC বয়স সীমার ছার পাবে।
২. পোস্টের নাম : হিন্দি ট্রান্সলেট
শুন্য পদ: ১টি
বেতন: প্রতি মাসে ৩৫৪০০টাকা -১১২৪০০টাকা
শিক্ষাগত যোগ্যতা :Master Degree
বয়স সীমা: ২১ – ৩০ বছর এর মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC বয়স সীমার ছার পাবে।
৩. পোস্টের নাম: জুনিয়ার এক্যাউন্ট অফিসার
শূন্যপদ:-৫ টি।
বেতন: প্রতি মাসে ৩৫৪০০ টাকা -১১২৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :- স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে বাণিজ্য বিষয়ে ডিগ্রি থাকতে হবে। সরকারী কর্মকর্তা /
পিএসইউ/ স্বায়ত্তশাসিত সংস্থা/ সংবিধিবদ্ধ সংস্থা নগদ এবং আযাকাউন্টে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :- ২১ – ৩০ বছর এর মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC বয়স সীমার ছার পাবে।
৪. পোস্টের নাম : উচ্চপদস্থ ক্লার্ক
শূন্য পদ: -১২টি।
বেতন: প্রতি মাসে ২৫৫০০ টাকা -৮১১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :- Degree and knowledge of computer
বয়স সীমা: ১২.০৫.২০২১ এর অনুযায়ী ১৮ -২৭বছর এর মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC বয়স সীমার ছার পাবে।
৫.পোস্টের নাম: স্টেনোগ্রাফি
শূন্য পদ:-৫ টি।
বেতন: প্রতি মাসে ২৫৫০০ টাকা – ৮১১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : 12 পাশ হতে হবে । shorthand at the speed of 80 wpm
বয়স সীমা:- ১৮ -২৭বছর এর মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC বয়স সীমার ছার পাবে।
৬.লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্য পদ:-২৩ টি।
বেতন: প্রতি মাসে ২৫৫০০ টাকা – ৮১১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : Class 12 pass and typing speed of 35 wpm in English and 30 wpm in Hindi on computer
বয়স সীমা: ১৮ -২৭বছর এর মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC বয়স সীমার ছার পাবে।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -১০/০৫/২০২১
আবেদন শেষ – ২৫/০৬/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.nwda.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply