
ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ।
পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের অধীন রাজ্যের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে নিয়োগ হবে এই এনফিএভ কর্মী।
পোস্টের নাম :- ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে (National Volunteer Force)
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-মাধ্যমিক পাশ
বয়সসীমা:- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন ফি :- বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.wbpolice.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply