
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জেনোমিকস(NIBMG) এর পক্ষ থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে
বয়স যোগ্যতা বেতন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত দেওয়া হল :-
• পদের নাম :- প্রফেসর/ সাইন্টিস্ট (professor /scientist G)
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (40000 – 50000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Ph.D in any branch of life science or statistical science or computational science or genetic epidemiological science of relevance to Biomedical Genomics or MD with 12 year of post -doctoral research experience.
• বয়স সীমা :- 15/ 05 /2021 এর হিসাব অনুযায়ী কমপক্ষে 50 বছর বয়স হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• নিয়োগ পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পাত্রী নিয়োগ করা হবে।
• ইন্টারভিউর তারিখ :- 28/ 06/ 2021
অফিশিয়াল ওয়েবসাইট (official website)- https://www.nibmg.ac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply