কেন্দ্রীয় Govt চাকরী

জাতীয় শিক্ষা বোর্ডে ক্লার্ক নিয়োগ , আবেদনের শেষ তারিখ- ১৪/০৮/২০২১

জাতীয় শিক্ষা বোর্ডে ক্লার্ক একাধিক স্থানে মোট 42 টি শুন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নং – 21005যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-

 

১/ পদের নাম :- সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট
• শূন্যপদের সংখ্যা :- 8 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড থেকে যেকোন বিষয়ের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

 

২/ পদের নাম :- জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট।
• শূন্যপদের সংখ্যা :- 30 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং বেসিক কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।

 

৩/ পদের নাম :- জুনিয়ার একাউন্ট।
• শূন্যপদের সংখ্যা :- 4 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অংক স্ট্যাটিক বা কমার্স নিয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। সেই সাথে যেকোনো প্রতিষ্ঠানের তিন বছরের একাউন্টস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

• বয়স সীমা :- 14/08/2021 এর সময় অনুসারে প্রার্থীদের বয়স 27 বছরের মধ্যে হতে হবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 15/07/2021 – 14/08/2021

 

• নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের দুটি ধাপে মাধ্যমে পরীক্ষা করে নিয়োগ করা হবে।

 

• কম্পিউটার বেস্ পরীক্ষা হবে একজেকটিভ টাইপের মোট 200 নম্বরের এবং তাতে সময় থাকবে 3 ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর। এবং নেগেটিভ মার্কিং থাকবে।

 

• এবং দ্বিতীয় ধাপ হচ্ছে স্কিল টেস্ট যেখানে 500 টি শব্দের ইংরেজি প্যারাগ্রাফ 15 মিনিটের মধ্যে টাইপ করতে হবে।

 

• আবেদন ফি :- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে 1500 এবং 18%GST লাগবে। এবং SC, ST ও মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।

 

 অফিশিয়াল ওয়েবসাইট (official website)- https://natboard.edu.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *