
Nainital Bank এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্যপদে প্রার্থীর নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/পদের নাম :- ম্যানেজমেন্ট ট্রাইনী।(MANAGEMENT TRAINEE (MTs)) ।
• শূন্য পদের সংখ্যা :- 75 টি।
• বেতন :- (17000 — 50000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Graduation / Post Graduation with minimum 50% marks from a recognized University. Knowledge of Computer Operations is essential.
Candidate having 1-2 years’ experience in banking/ financial/ institutions/ NBFCs will be given preference
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
২/ পদের নাম :- ক্লার্ক (CLERKS)।
• শূন্য পদের সংখ্যা :- 75 টি।
• বেতন :- (17000 — 50000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Graduation / Post Graduation with minimum 50% marks from a recognized University/Institute. Knowledge of Computer Operations is essential.
Candidate having 1-2 years’ experience in banking/ financial/ institutions/ NBFCs will be given preference
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 21থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 17/07/2021 – 31/07/2021
• আবেদন ফি :- আবেদন ফি বাবদ 1500 টাকা লাগবে।
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website)- https://www.nainitalbank.co.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply
Masud sk nuhuruddin pardeona deonapur baishnabnagar malda 742202