
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ পদে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগেরএক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে-
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে –
চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –
১/ পদের নাম :- মাল্টিটাস্কিং স্টাফ।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (15000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক পাস সাথে সংশ্লিষ্ট কাজের উপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার সম্বন্ধে বেসিক জ্ঞান থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।
২/ পদের নাম :- ল্যাব টেকনিশিয়ান।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- ( 18000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে MLT,DLT,DMLT বিভাগে স্নাতক হতে হবে, কম্পিউটার সম্বন্ধে বেসিক জ্ঞান থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
৩/ পদের নাম :- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- ( 31000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- জুওলজি/ মাইক্রোবায়োলজি/লাইফ সাইন্স এর প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সাথে দুই বছরের রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
৪/ পদের নাম :- প্রজেক্ট সাইন্টিস্ট।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- ( 60000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- জুওলজি/ মাইক্রোবায়োলজি/লাইফ সাইন্স এর প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে,সাথে রিসার্চের চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন পত্র পূরণ করে সেই সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।
• আবেদনের শেষ তারিখ :- 31/08/2021
অফিসিয়াল ওয়েবসাইট(Official Website)- https://www.wbhealth.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ►) Pdf File